বর্তমান সময়ে তরমুজ উঠে গেছে বাজারে। এত এত বেশি পরিমান তরমুজ থেকে সব চেয়ে সেরা তরমুজটি বেছে নেওয়া বেশ মুশকিল বিষয়ই বটে তাই না! তো আপনি লাল রসালো মিষ্টি ও লাল তরমুজ কীভাবে চিনবেন তা আমাদের আজকের এই আর্টিকেল থেকে জেনে নিন সেটা।
- তরমুজের সাইজ ছোট কিংবা বড় হোক, আকার অনুযায়ী তরমুজের সাইজটি বেশ ভারি হওয়া চাই। ভারি হওয়া মানে তরমুজটি রসে টইটম্বুর সেই ফলটি।
- তরমুজের একটা অংশ মাটির সংস্পর্শে থাকে। সেই টি অংশ যদি গাঢ় হলুদ হয়ে থাকে, তাহলে বুঝবেন তরমুজটি পাকা।
- খুব বেশি বড় বা অতিরিক্ত ছোট নয়, মাঝারি সাইজের তরমুজ কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক কম
- তরমুজের বোঁটাটি শুকনাে হলে বুঝবেন তরমুজটি পাকা। আরযদি বোঁটা তাজা ও সবুজ হয়ে থাকে তাহলে বুঝবেন তরমুজটি পাকার আগেই জমি থেকে তুলে আনা হয়েছে
- খানিক টা লম্বাটে আকারের তরমুজ বেশ মিষ্টি এবং রসালো হয়ে থাকে। গোলাকার সাইজের তরমুজ মিষ্টি বেশি হয় থাকে