১২০০০ টাকার মধ্যে Realme/Redmi কোন ফোন ভালো হবে?

হাসিবুর
By -

Realme 6i দাম 11,999 টাকা

দুর্ধর্ষ এই রিয়েলমি মডেলের ফোনটিতে 6.50 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রেজোলিউশন 1080⨉2400 পিক্সেল। MediaTek Helio G90T প্রসেসরের এই ফোনটি পেয়ার করা আছে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। Realme 6i-এই স্মার্ট ফোনটিতে 4300mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনে থাকছে সর্বমোট চারটি ক্যামেরা, যার প্রাইমারি সেন্সর থাকছে 48MP-এর। এছাড়াও 8MP + 2MP + 2MP এর সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। সেলফির জন্যে এই ফোনে থাকছে 16MP সেন্সর।

আরও পড়ুনঃ Huawei Nova 8 Pro 4G

Redmi Note 9: দাম 11,999 টাকা

রেডমির এই স্মার্টফোনে 6.53 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল রেজোলিউশন 1080⨉2340। পারফর্মেন্স জন্য এই ফোনে MediaTek Helio G85 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা আবার পেয়ার করা আছে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5020mAh-এর। Redmi Note 9- এই ফোনে দেওয়া হয়েছে কোয়াড-রিয়ার ক্যামেরা সেট আপ, যার প্রাইমারি সেন্সর থাকছে 48MP। এছাড়াও সেকেন্ডারি ক্যামেরাগুলোর সেন্সর 8MP + 2MP + 2MP। সেলফির জন্যে এই স্মার্ট ফোনে 13MP-এর ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Realme 6: দাম 11,999 টাকা

রিয়েলমির এই স্মার্ট ফোনে 6.50 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, যার পিক্সেল রেজোলিউশন হচ্ছে 1080⨉2400 পিক্সেল। MediaTek Helio G90T প্রসেসরের এই রিয়েলমি ৬ স্মার্টফোনটি 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজের সাথে যুক্ত। ব্যাটারি ক্যাপাসিটির জন্যে দুর্ধর্ষ এই Realme 6 স্মার্ট ফোনে আছে 4300mAh এর শক্তিশালী ব্যাটারি। 64 মেগাপিক্সেলের চমৎকার প্রাইমারি ক্যামেরার এই স্মার্টফোনে আরও থাকছে 8MP + 2MP + 2MP-এর তিনটি সেকেন্ডারি সেন্সর। সেলফির জন্যে এই Realme 6-এই ফোনে 16MP সেন্সর দেওয়া হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn more
Ok, Go it!